~~~মহাকরণ বা রাইটার্স বিল্ডিং~~~ মহাকরণ বা রাইটার্স বিল্ডিং (Writers' Building) পশ্চিমবঙ্গ সরকারের এক সময়ের মুখ্য সচিবালয় ভবন। রাজ্যের রাজধানী কলকাতার বিবাদীবাগ অঞ্চলে লালদিঘির উত্তরে এই ভবনটি অবস্থিত।জানেন কি কেন কলকাতার মহাকরণ ভবন বা পশ্চিমবঙ্গ সরকারের এক সময়ের মুখ্য সচিবালয় এই লাল বাড়িটার নাম রাইটার্স বিল্ডিং হল? এর পিছনে একটা মজার কাহিনি রয়েছে। আজ আপনাদের জানাবো সেই গপ্পো..... Writer's Building ১৭৭০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় কেরানিদের বসবাসের জন্য রাইটার্স বিল্ডিংসের নকশা তৈরি করেছিলেন টমাস লিয়ন্স (Thomas Lyons)।১৭৭৬ সালে লিয়ন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় কেরানিদের থাকবার জন্য মোট ১৭ বিঘা জমিতে উনিশটি পৃথক অ্যাপার্টমেন্ট তৈরি করেন। এই অ্যাপার্টমেন্টগুলি দেখতে ছিল অনেকটা সারিবদ্ধ দোকানের মতো।১৮০০ সাল পর্যন্ত ভবনটি ইউরোপীয় কেরানিদের থাকবার জন্যই ব্যবহৃত হতো। এর পর এটিকে প্রশিসনিক ভবন হিসাবে গড়ে তোলার কথা ভাবা হয়। ১৮৮৯ সালে তৈরি হওয়া রাইটার্স বিল্ডিংসের পরবর্তী ভবনটি গথিক স্থাপত্যের নিদর্শন। এই ভবনের সামনের অংশে করিন্থীয় স্থাপত্যশৈলীর একটি উৎকৃষ...
এটি বাংলার ইতিহাস নিয়ে আলোচনা কেন্দ্র।আমরা এখানে বাংলার ইতিহাস সকলের সামনে তুলে ধরার চেষ্টা করি।এখানে সকল বাংলার ইতিহাসপ্রেমী পাঠকদের স্বাগত।আপনারা বাংলার ইতিহাস পড়ুন,আপনাদের মতামত জানান।সাথে থাকুন, বাংলাকে ভালোবাসুন।